বই হলো মানুষের চিন্তার জীবন্ত দলিল, অভিজ্ঞতার সঞ্চয় আর কল্পনার নিরব সঙ্গী। একটি বই কখনো আপনাকে নিয়ে যায় অজানা পথে, কখনো আয়নার মতো আপনার নিজের ভেতরটা দেখিয়ে দেয়। পাতার পর পাতা জুড়ে থাকে প্রশ্ন, অনুভূতি, সাহস আর স্বপ্ন—যা আপনাকে ধীরে ধীরে বদলে দেয়। বই কথা বলে না, তবু অনেক কিছু বলে যায়। আর সেখানেই বইয়ের প্রকৃত শক্তি—নীরবতায় গড়ে ওঠা এক গভীর সংযোগ। বিস্তারিত.....
