ওয়ান হান্ড্রেড ইয়ার্স অব সলিচিউড
By : Gabriel Garcia MarquezFrom : Jonaki Prakashani
একদল দুঃসাহসী অভিযাত্রী দক্ষিণ আমেরিকার জঙ্গলের গভীরে গড়ে তোলে এক শহর। সূত্রপাত ঘটে এক নতুন বিশ্বের, এক মহান বংশধারার, দুর্দান্ত সব ঘটনাবলীতে পূর্ণ এক শতাব্দীর। নির্মিত হয় অসাধারণ এক গ্রন্থ। হাতেগোনা কয়েকটি বই মানুষকে বদলে দিয়েছে। এটি তারই একটি।
দ্য গারডিয়ান পত্রিকায় ডব্লু.এল.ওয়েব লিখেছেন, সারা পৃথিবীর পাঠককে এটি এক শুভ্র-সমুজ্জল ধর্মে দীক্ষিত করতে থাকবে। দিব্য বিভায় উদ্ভাসিত সর্বগ্রাসী প্রলয়, প্রায়শঃই গদ্যেও পংক্তিগুলো কবিতায় পরিণত...একটি বিশাল সংগীতগাথা। -দ্য টাইমস
বিপুল ঐশ্বর্যমন্ডিত লেখনী, ঘন অরণ্যের মতই ঠাসবুনোট, কৌতুকে পূর্ণ গতিময় কাহিনী দিয়ে পাঠককে প্রলুদ্ধ করার পান্ডিত্য, মন ভরে যায় অজস্র ঘটনায়, আর বিস্মিত হতে হয় লেখকের দর্শন উপলব্ধি করে।-সানডে টাইমস এ এক মহত্তম ক্লাসিক... পাঠককে মন্ত্রমুগ্ধ করার শক্তি আছে গারসিয়া মারকেজের। স্পেক্টেক্টর এ যেনো এক
অতুলনীয় ঐশ্বর্যেও অভিজ্ঞতা।
-ফাইনানসিয়াল টাইমস
পড়া শেষ হলে মনে হয় এতক্ষণ স্বপ্নে বিভোর ছিলাম... মনে জ্বলছিলো আগুন..একটি মাত্র লেখায় মারকেজ উঠে গেলেন গুনটার গ্রাস আর ভ্লাদিমীর নভোকভের স্তরে... তাঁর অসীম কল্পনার মতোই তাঁর বিপুল বাসনা...ওই দু'জনের চাইতেও দুর্নিবার তাঁর দুর্লঙ্ঘ্য নিয়তি।
-নিউইয়র্ক টাইমস।
This content will be shared across all product pages.