ইসরাইলের বন্দিনী
By : Saeed OsmanFrom : Rahnuma Prokashoni
ফিলিস্তিনি অকুতোভয় মুজাহিদদের নিয়ে সায়ীদ উসমান রচিত রাহনুমা’র নতুন শ্বাসরুদ্ধকর এক থ্রিলার—ইসরাইলের বন্দিনী।
যেভাবে গল্পটার শুরু…
মহামূল্যবান এক ধাতুর পেছনে হন্য হয়ে ছুটছে ইসরাইলি ইহুদি চক্র। হাজার কোটি টাকার সেই ধাতু রক্ষা করতে গিয়ে প্রাণ দিতে হয়েছে ফিলিস্তিনি আবিদ ও তার স্ত্রীকে। বেঁচে আছে তাদের একমাত্র সন্তান আহমাদ।
ইহুদি চক্র পিছু নিয়েছে তারও!
আহমাদ বয়সে কিশোর। নাকের নিচে গোঁফ উঁকি দেই দেই করছে। প্রাণ নিয়ে পালাতে গিয়ে ঘটনাক্রমে দেখা পেয়ে যায় সামিরার। অদ্ভুত এক কিশোরী। ফিলিস্তিনি যাইতুনের মতো মিষ্টি তার চেহারা। অসম্ভব প্রখর তার অনুভূতি। অসামান্য তার বুদ্ধি।
কিন্তু তার পরিচয় নিয়ে তৈরি হয় রহস্য। কে সে? কী তার পরিচয়?
যে চক্রের হাত থেকে পালিয়ে বেড়াচ্ছে আহমাদ, শেষে কী সেই চক্রের হাতেই পড়তে হলো?
পাঠক, দমবন্ধ করা নাটকীয়তা, জটিল ও কুটিল ষড়যন্ত্র, ঘটনা-অনুঘটনার চমক, রুদ্ধশ্বাস সাসপেন্স এবং ঘাত-প্রতিঘাতের মুখোমুখি হয়ে ঘুরে আসুন ইসরাইল, ফিলিস্তিন এবং লেবাননের মাটি থেকে।
This content will be shared across all product pages.