আয়নাঘর
By : Sheikh ArmanFrom : Filhal Publication
জাস্ট ইমাজিন করুন, ঘুটঘুটে অন্ধকার প্রকোষ্ঠে আপনাকে আটকে রাখা হয়েছে। ঠিক তার পাশের দেয়ালে লেপ্টে আছে রক্তের ছাপ। নাকে আসছে পঁচা লাশের গন্ধ। আপনি চোখ মেলে দেখতে পেলেন, পোকামাকড় আর মাকড়সার জাল বিছানো একটি অন্ধকার ঘর। চারিদিকে পিনপতন নিরবতা। কেউ নেই ঘরে। চোখ মেলে যেদিক থাকান সেদিকেই শক্ত প্রাচীর।
আশ্চর্যের ব্যাপার হলো, আপনার চোখ-কান, হাত-পা সব ঠিকঠাক থাকা স্বত্বেও আপনি কারো সাথে কথা বলতে পারছেন না। কাউকে দেখতে পাচ্ছেন না। কখন সূর্য উঠে ডুবে যায় তাও জানেন না। দুনিয়া থেকে আলাদা একটা জায়গায় আপনার বোবা সময় আর দিন কীভাবে যাবে! জাস্ট ইমাজিন করেন।
শুধু এই আয়নাঘরেই শেষ নয়; ক্ষমতার পালাবদলে এই আয়নাঘর কখনও কখনও হয়ে ওঠে হাওয়া ঘর কিংবা অন্য কোনো নামে। বইটা পড়ার জন্য আপনার যথেষ্ট পরিমাণ সাহসের প্রয়োজন হবে। দুর্বল ব্যক্তিদের জন্য এই বই নয়। আপনার কি সেই সাহস আছে?
This content will be shared across all product pages.